বর্ণমালা বিদ্যাপীঠ-এর অনন্যতা
- বাংলা ও ইংরেজি মাধ্যমে শিক্ষা
- বিষয়ভিত্তিক উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত শিক্ষকমন্ডলী
- মাল্টিমিডিয়া ক্লাশরুম
- অত্যাধুনিক কম্পিউটার ল্যাব
- পাঠদান পরিবীক্ষণে স্বয়ংক্রিয় ব্যবস্থা
- অভিভাবক বিশ্রামাগার
- সার্বক্ষণিক হটলাইন (শিক্ষার্থীদের আগমন- প্রস্থান ও বিদ্যালয় সম্পর্কিত তথ্য সরবরাহের ব্যবস্থা)
- সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী
- নিয়মিত শিক্ষক-অভিভাবক সংলাপ
- অভিযোগ ও পরামর্শ জমাদান ব্যবস্থা
- নিয়মিত মেয়াদান্তে শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা
- বাৎসরিক সুধী সমাবেশ
- সাংস্কৃতিক দিবস প্রতিপালন
- বিদ্যালয় চলাকালীন সময়ে ক্যান্টিন
- বিজ্ঞান ক্লাব, সাংস্কৃতিক ক্লাব, ডিবেটিং ক্লাব পরিচালনা
- স্কাউটিং কার্যক্রম
- অংকন, সঙ্গীত ও নৃত্য অনুশীলনের ব্যবস্থা
- দুরবর্তী শিক্ষার্থীর জন্য আবাসিক সুবিধা
- সমৃদ্ধ গ্রন্থাগার
- নিরাপদ স্কুল কোচ-এ শিক্ষার্থী যাতায়াত সুবিধা
- জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহ উদযাপন
- বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- আনন্দ ভ্রমণ।
বর্ণমালা বিদ্যাপীঠ: একাডেমিক, প্রশাসনিক ও আইনী বিন্যাস
বোদা থানা পাড়া¯’ আশা টাওয়ার-এ(বোদা-দেবীগঞ্জ মহাসড়ক সংলগ্ন) বর্ণমালা বিদ্যাপীঠ এর মূল
ক্যাম্পাস। ভবনের বিভিন্ন ফ্লোরে (দ্বিতীয়,তৃতীয় ও চতুর্থ তলায়) প্রশাসনিক ও একাডেমিক বিন্যাস
হলো-
শ্রেণিকক্ষ: শিশু, প্লে, কেজি শ্রেণির শিক্ষার্থীদের বসার জন্য আরামদায়ক ও দৃষ্টিনন্দন চেয়ার-টেবিল।
প্রতিটি শ্রেণিকক্ষে শিখন উপযোগী দৃশ্য অংকিত রয়েছে। মোট শ্রেণিকক্ষের সংখ্যা ১৬টি।

শ্রেণিকক্ষ

শ্রেণিকক্ষ
সংগীত শিক্ষা: লেখাপড়ার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম জোরদার করতে হারমোনিয়াম,
তবলাসহ প্রয়োজনীয় বাদ্যযন্ত্রাংশ এর মাধ্যমে সংগীত চর্চার ব্যবস্থা রয়েছে।
নৃত্য শিক্ষা: সংগীত চর্চার পাশাপাশি নৃত্য প্রশিক্ষণ বিদ্যালয়ের ও নিয়মিত কার্যক্রমের অংশ। উল্লেখ্য
যে, এ বিষয়ে প্রশিক্ষিত শিক্ষক রয়েছে।
গ্রন্থাগার: বই পড়ার আনন্দকে স্বাধীন করতে এবং স্বতস্ফুর্তভাবে উপভোগ করতে রয়েছে একটি
মানসম্পন্ন গ্রন্থাগার। গ্রন্থাগারটিতে শিশু পাঠ্য উপযোগী দুই হাজারের অধিক বই সংগ্রহে রয়েছে।

গ্রন্থাগার
কম্পিউার ল্যাব : তথ্য প্রযুক্তিতে জ্ঞানলাভের জন্য এবং তথ্য প্রযুক্তির ব্যবহারে পারদর্শী করতে রয়েছে
সুবিধাসম্পন্ন কম্পিউটার ল্যাব।

কম্পিউার ল্যাব
সেমিনার কক্ষ: বিভিন্ন ধরনের সভা, সেমিনার, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা নিয়মিতকরণের জন্য
রয়েছে দৃষ্টিনন্দন সেমিনার কক্ষ।

সেমিনার কক্ষ

সেমিনার কক্ষ
অধ্যক্ষের কক্ষ: বিদ্যালয়ের যাবতীয় কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য অধ্যক্ষের জন্য সার্বিক
সুযোগ-সুবিধা সমৃদ্ধ পৃথক কক্ষ রয়েছে।

অধ্যক্ষের কক্ষ
শিক্ষক কমনরুম: শিক্ষকদের জন্য নিরাপদ , আরামদায়ক ও আধুনিক শিক্ষক কমনরুম রয়েছে।

শিক্ষক কমনরুম
হিসাবকক্ষ: শিক্ষার্থীদের সকল প্রকার লেনদেন নিরাপদ ও নির্ভুলভাবে সম্পাদনের জন্য একটি
আধুনিক হিসাব কক্ষ রয়েছে। উল্লেখ্য যে সকলপ্রকার লেনদেন শতভাগ নির্ভুল করার জন্য
কম্পিউটারের সফটওয়ারে সম্পাদন করা হয়।
ক্যান্টিন: স্বাস্থ্যই সম্পদ। যথাসম্ভব এ বাস্তবতা উপলদ্ধি করে নির্মাণ করা হয়েছে একটি আধুনিক
রুচিসম্পন্ন ক্যান্টিন। যেখানে শিক্ষার্থীদের পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করা হয়।

ক্যান্টিন
প্রতিক্ষা কক্ষ: অভিভাবকদের বিশ্রামের জন্য আরামদায়ক ও সুদৃশ্য প্রতিক্ষা কক্ষ রয়েছে। কক্ষটিতে
অভিভাবকদের বিনোদনের জন্য এলইডি টিভি রয়েছে।

অভিভাবকদের প্রতিক্ষা কক্ষ
সাইকেল ও মোটরসাইকেল স্ট্যান্ড: দূর হতে আসা শিক্ষার্থীদের ও অভিভাবকদের সাইকেল ও
মোটরসাইকেল নিরাপদে রাখতে ভবনের আন্ডারগ্রাউন্ডে রয়েছে সাইকেল ও মোটরসাইকেল ষ্ট্যান্ড।
মাল্টিমিডিয়া প্রজেক্টর: শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও তথ্য ব্যবহারের মাধ্যমে জ্ঞানের পরিধি বাড়াতে
প্রতিটি শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে পাঠ পরিচালনার ব্যবস্থা রয়েছে। এছাড়াও এর
মাধ্যমে শিশুতোষ চলচ্চিত্র, মুভি এবং শিশুবান্ধব কার্টুন প্রদর্শণের ব্যবস্থা রয়েছে।
সিসি ক্যামেরা: শিক্ষার্থী ও শিক্ষকদের পাঠদান পদ্ধতি সরাসরি প্রত্যক্ষ করতে প্রতিটি শ্রেণিকক্ষে সিসি
ক্যামেরা রয়েছে। উল্লেখ্য যে, বিদ্যালয়ের সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামরার আওতায় রয়েছে।
বায়োমেট্রিক হাজিরা: সময়ানুবর্তিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষক ও সহায়ক কর্মীদের যথাসময়ে
বিদ্যালয়ে উপস্থিতি এবং হাজিরা সংক্রান্ত ইলেক্ট্রনিক ডকুমেন্টেশন নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা
পদ্ধতি চালু রয়েছে।
খেলার মাঠ ও খেলার সামগ্রী: শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক
উৎকর্ষতার জন্য রয়েছে খেলার মাঠ। শিশুদের বিভিন্ন প্রকার খেলার সাথে পরিচিতি করাতে রয়েছে
বিভিন্ন প্রকার সামগ্রী যেমন- ফুটবল, ক্রিকেট সেট, ব্যাডমিন্টন সেট, স্লিপার, দোলনাসহ বেশ কিছু
রাইডস রয়েছে।

খেলার মাঠ ও খেলার সামগ্রী
প্রাত্যহিক সমাবেশ: প্রতি কর্মদিবসে শিশুদের নিয়মানুবর্তিতা ও শিষ্টাচার, শারীরিক কলাকৌশল এবং
স্বদেশপ্রেমে উজ্জীবিত করতে প্রয়োজনীয় উপকরণসহ প্রাত্যহিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রাত্যহিক সমাবেশ
ডাইনিং কক্ষ: বিদ্যালয়ের নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ ও আরামদায়ক
অবস্থায় টিফিন খেতে ডাইনিং কক্ষের ব্যবস্থা রয়েছে।
বিশুদ্ধ পানির ফিল্টার: শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি পান নিশ্চিত করার জন্য রয়েছে ফিল্টার।
স্বাস্থ্যসম্মত ওয়াশরুম: শিক্ষার্থীদের জন্য রয়েছে স্বাস্থ্যসম্মত ও সুপরিসর ওয়াশরুম।
হাত জীবানূমুক্ত করার ব্যবস্থা: করোনা ভাইরাস প্রতিরোধে ঘন ঘন হাত ধোওয়া একটি কার্যকর
পদ্ধতি। সেকারণে শিক্ষার্থীদের ঘন ঘন হাত ধৌত করতে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে হাত
জীবানূমুক্ত করার ব্যবস্থা রয়েছে।

ওজন পরিমাপক যন্ত্র: শিক্ষার্থীর ওজন পরিমাপের জন্য রয়েছে পরিমাপক যন্ত্র।
মুক্তিযুদ্ধ ও ভাষা সৈনিক কর্ণার: শিক্ষার্থীরা যাতে মহান মুক্তিযুদ্ধ ও মহান ভাষা আন্দোলনের ইতিহাস
সর্ম্পকে জানতে পারে এবং তাদের মনে মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করতে
রয়েছে মুক্তিযুদ্ধ ও ভাষা শহীদ কর্ণার।
ওয়েবসাইট: বিদ্যালয়ের যাবতীয় তথ্য সংরক্ষণ ও প্রচারের জন্য একটি ওয়েব সাইট রয়েছে যা
নিয়মিত হালনাগাদ করা হয়। অভিভাবকেরা বিদ্যালয়ের যাবতীয় তথ্য,নোটিশ, ফলাফল যেকোন
নীতিগত অবস্থান ইত্যাদি স্ব-স্ব অবস্থান থেকে সহজে ও তাৎক্ষণিকভাবে অবহিত ও সংগ্রহ করতে
পারবেন। এর মাধ্যমে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পাদন করতে পারবেন।

ওয়েবসাইট
উল্লেখযোগ্য আলোকচিত্র প্রদর্শণী– বিখ্যাত কবি-সাহিত্যিক, দার্শনিক, চিন্তাবিদ, রাজনীতিবিদ ও
দর্শনীয় স্থান, পৃথিবীর বিভিন্ন বৃহত্তম ও দষ্টিনন্দন স্থানসমূহ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে
বিদ্যালয়ের দেয়ালে আলোকচিত্র প্রদর্শিত আছে।

আলোকচিত্র প্রদর্শণী