Rules and Regulations

শিক্ষার্থী-শিক্ষকমন্ডলী ও শিক্ষাসহায়ক কর্মীদের জন্য অবশ্য পালনীয় নিয়মাবলী

  • বিদ্যালয় নির্দিষ্ট ইউনিফরম পরিধান
  • ক্লাশ শুরুর পাঁচ মিনিট পূর্বে শ্রেণিকক্ষে প্রবেশ
  • প্রাত্যহিক সমাবেশে অংশগ্রহণ
  • শিশু হতে প্রথম শ্রেণি ৪টি এবং দ্বিতীয় হতে পরবর্তী শ্রেণিতে ৬টি ক্লাশ নিয়মিত চালু রাখা
  • পর পর তিনমাস শিক্ষা ফি বকেয়া হলে-অভিভাবকগণকে পরিশোধের চূড়ান্ত নোটিশ দেয়া হবে। নোটিশ প্রাপ্তির পনের দিনের মধ্যে প্রদেয় অর্থ পরিশোধ না করলে শিক্ষার্থীর উপস্থিতি গণ্য করা হবে না।
  • বই, খাতা, ডায়েরী, ব্যাগ, টাই, আইডি কার্ড, সোল্ডার, ছাতা, সোয়েটার, জুতা-মোজা
  • বিদ্যালয় নির্দিষ্ট স্টোর থেকে সংগ্রহ (নির্ধারিত মূল্য পরিশোধ সাপেক্ষে) করতে হবে ডায়েরী, প্রগ্রেস রিপোর্ট, লেকচার সিট, প্রসপেক্টাস, সিলেবাস হারিয়ে গেলে বা ব্যবহার অনুপোযোগী হলে বিদ্যালয়ের নির্দিষ্ট স্টোর থেকে সংগ্রহ (নির্ধারিত মূল্য পরিশোধ সাপেক্ষে) করতে হবে
  • বিদ্যালয় আয়োজিত সকল পরীক্ষায় অংশগ্রহণ

শিক্ষার্থী ইউনিফরম কোড


মেয়েদের জন্য গোলাপী চেক রংয়ের শার্ট ও কালো গ্রামীণ চেক (নির্ধারিত) স্কার্ট। সাদা জুতা,
সাদা মোজা, টাই, সোল্ডার , নেভিব্লু সোয়েটার ও কালো টাইস।


ছেলেদের জন্য কালো রংয়ের হাফপ্যান্ট (গ্রীষ্মের সময়ের জন্য) ফুলহাতা প্যান্ট (শীতের সময়ের
জন্য ) ও গোলাপী চেক রংয়ের হাফ শার্ট (গ্রীস্মের সময়ের জন্য) ফুলহাতা (শীতের সময়ের জন্য)
শার্ট। সাদা জুতা, সাদা মোজা, টাই, সোল্ডার ও নেভিব্লু রংয়ের সোয়েটার ।