Managing Director

বর্ণমালা বিদ্যাপীঠ এর প্রস্তাবিকা প্রকাশ হতে যাচ্ছে জেনে ভালো লাগছে। সমাজের সবচেয়ে
পবিত্র ও প্রয়োজনীয় কাজ শিক্ষা এবং সে কাজে নিজেকে নিয়োজিত করতেই বর্ণমালা বিদ্যাপীঠ
প্রতিষ্ঠায় সহযোগী হই। জ্ঞান মানুষের মনে আলো নিয়ে আসে, জ্ঞানের আলো জীবনে সামনে এগুতে
পথ দেখায়। শিক্ষার সেই আদর্শকে ধারণ করেই বর্ণমালা বিদ্যাপীঠ তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। নদী
যেমন নানা পথে চলে সাগরে মিলিত হয়, তেমনি এ অঞ্চলের বিভিন্ন নানান এলাকার শিক্ষার্থীরা
আমাদের এই বিদ্যায়তনে সার্বিক শিক্ষা আয়োজনে যুক্ত হতে পারে সেটাই বর্ণমালা’র স্বপ্ন। শিক্ষার্থীরা
চিত্তে আনন্দ আর শৈশব কৈশোরের স্বাভাবিক চাঞ্চল্য নিয়ে বিদ্যার্জনে মুখরিত হবে এটা নিশ্চিত
করাই আমাদের একান্ত প্রয়াস।

মোঃ আরিফ হোসেন আপেল
ব্যবস্থাপনা পরিচালক

বর্ণমালা বিদ্যাপীঠ