প্রতিষ্ঠানের নিয়মাবলি :
- বিদ্যালয়ের পোশাক পরিধান বাধ্যতামুলক
- ক্লাশ শুরুর পুর্বে শেণিকক্ষে প্রবেশ না করলে শিক্ষার্থীর ওই দিনের উপস্থিতি গণনা করা হবে না
- প্রাত্যহিক সমাবেশে অংশগ্রহণ বাধ্যতামুলক
- ক্লাশের সময় ৪৫ মিনিট নির্ধারিত
- শিশু হতে প্রথম শ্রেণি ৪টি এবং দ্বিতীয় হতে পরবর্তী শ্রেণিতে ৬টি ক্লাশ নিয়মিত থাকবে
- পরপর তিন মাসের বেতন পরিশোধ না করলে শিক্ষার্থীর দৈনিক উপস্থিতি গণনা করা হবে না
- বই, খাতা, ডায়েরী, ব্যাগ, টাই, আইডি কার্ড, সোল্ডার, ছাতা, সোয়েটার, জুতা- মোজা বিদ্যালয় হতে ক্রয় করতে হবে
- ডায়েরী, প্রগ্রেস রিপোর্ট, লেকচার সিট , প্রসপেক্টাস, সিলেবাস হারিয়ে গেলে বা নষ্ট হলে বিদ্যালয় হতে ক্রয় করা যাবে
- বিদ্যালয়ের সকল পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামুলক