আধুনিক ও বিজ্ঞানমনস্ক শিশুশিক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত করার সুদূরপ্রসারী মানসে ২০০৬ সালে ‘বর্ণমালা কিন্ডার গার্টেন” পথ চলা শুরু করে। এরপর নানান অভিজ্ঞতা, সফলতা, প্রতিবন্ধকতা পেরিয়ে দীর্ঘ বারো বছর শিশু শিক্ষায় নিরবিচ্ছিন্ন ভাবে ব্রত থেকেছে। পরিবর্তিত সময় চেতনা এবং শিক্ষা প্রগতির প্রয়োজনে ২০১৯ সালে প্রতিষ্ঠানটির সূচনা নাম কিছুটা পরিবর্তন করে এবং বিস্তৃত পরিসরে ‘‘বর্ণমালা বিদ্যাপীঠ” নামে নবতর যাত্রা শুরু করে।
পুস্তকভিত্তিক শিক্ষা ও সহপাঠ্য সন্নিবেশে একটি সামস্টিক শিক্ষা ব্যবস্থাপনাকে এগিয়ে নিচ্ছে এ বিদ্যায়তনটি। আঙ্কিত লক্ষ্য অর্জনে বর্ণমালার ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সকল কার্যক্রমে চলতি মান মূল্যায়ন সাপেক্ষে ভবিষ্যৎমূখী কর্মসূচি আত্তীকরণে নীতিগতভাবে দৃঢ় প্রতিজ্ঞ। চলতি দুনিয়ার অন্যতম যোগাযোগ ও কর্মযজ্ঞ যে প্রযুক্তি ব্যবহারের নতুন নতুন দিগন্ত উন্মোচন করছে-যা বর্ণমালা বিদ্যাপীঠ তার শিক্ষার্থীদের হাতের নাগালে আনতে চায়।